সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:০০ অপরাহ্ন
যোবায়ের আহমাদ ।।
রাজধানীর উত্তরায় শুক্রবার (২৬ মার্চ) বিকাল ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত আজমপুর ডেসকো অফিস সংলগ্ন মাঠে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে “নিরাপদ চিকিৎসা চাই” উত্তরা পূর্ব থানা শাখা কমিটির উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা, মাস্ক ও ঔষধ বিতরণের আয়োজন করা হয় ।
এ সময় উত্তরা ক্রিসেন্ট হাসপালের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা ও ফ্যামেলি মেডিসিন বিশেষ ডা. নাাসরিন জাহান এক শতাধিক গরিব, দুস্থ ও চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, “নিরাপদ চিকিৎসা চাই” উত্তরা পূর্ব থানা শাখা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. কাজী মেহেদী হাসান সহ সংগঠনের সকল সদস্যগণ।