বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১২:২৯ অপরাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।।
সহায়ক বাংলাদেশ’র বর্ষপূর্তী উদ্যাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, ময়মনসিংহের গফরগাঁয়ের পাগলা থানাস্থ মাখল শেখভিটা সরকার প্রাঃ বিদ্যালয় মাঠে সহায়ক বাংলাদেশ’র ১১ম বর্ষে পদার্পন উপলক্ষে বর্ষপূর্তী উদ্যাপন ও আলোচনা সভা করেন।
২০শে জানুয়ারী (বোধবার) বিকালে অত্র সংগঠনের স্থানীয় নেত্রবৃন্দের আয়োজনে র্যালী ও পরে কেক কাটার মধ্যদিয়া বর্ষপূর্তী উদ্যাপন ও আলোচনা সভা উদ্ভোদন করেন সহায়ক বাংলাদেশ’র উপদেষ্টা ও পাগলা থানার অফিসার্স ইনচার্জ শাহিনুজ্জামান খাঁন। সভায় প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি আই আর খান জোট মিলের ব্যবস্থাপনা পরিচালক ও সহায়ক বাংলাদেশ’র উপদেষ্টা ইব্রাহীম খান ও বিশেষ অতিথি তাজুল ইসলাম মৃধা উপদেষ্টা সহায়ক বাংলাদেশ, শাহজাহান মন্ডল উপদেষ্টা সহায়ক বাংলাদেশ, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভপতি লোৎফুর রহমান রানা’র সভাপতিতে ও আশিক ই মোস্তফার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কে বি এম জিল্লুর রহমান সাধারন সম্পাদক সহায়ক বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি , মোঃ আ-আমিন যুগ্ন সাধারন সম্পাদক, শিমু সরকার সভা নেত্রী সহায়ক শিল্পী গুষ্টি, তানিয়া আক্তার সভাপতি গফরগাঁও উপজেলা শাখা , মোস্তফা কামাল প্রমূখ।
এসময় উপস্থি ছিলেন রাজনৈতিক নেত্রীবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষীকা,সাংবাদিক, সহায়ক বাংলাদেশ’র স্থানিয় সকল নেত্রীবৃন্দ সকল ছাত্র ছাত্রীসহ অভিবাবক। সভায় বক্তারা বাল্য বিয়ে, ইপ্টিজিং, নারী নির্যাতন,মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সচেতনতা ও অসহায় হতদরীদ্র, দুস্ত, এতিম, সমাজে নির্যাতিত নিপিরিত মানুষের পাশে দারানোর জন্য সবাইকে আহবান জানান।