সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:৫০ অপরাহ্ন
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার(২৩মার্চ) দুপুরে উপজেলার চারিয়া এলাকায় ইউনুছ মিয়া সেমাই ফ্যাক্টরিতে উপজেরা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এবং প্রাথমিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা সহ সতর্কতা প্রদান করা হয়।
আগামী মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি,জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।