শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ০৫:২৫ পূর্বাহ্ন
সঞ্জয় সাহা (গাইবান্ধা) প্রতিনিধি ॥
গাইবান্ধা প্রেসক্লাব এ নিউজ টুয়েন্টি ফোর এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিউজ টুয়েন্টি ফোর আজকের যাত্রার মধ্য দিয়ে ৩য় বর্ষ পদার্পণ করে ৪র্থ বর্ষে পা রাখল।
২৮ জু্লাই সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি সরকার মো: শহিদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাব এর সভাপতি ও নিউজ টুয়েন্টি ফোর এর পত্রিকার প্রতিনিধি শামীম-উল হক শাহীন, কোষাধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি গৌতমাশিষ গুহ সরকার, নিউজ টুয়েন্টি ফোর এর প্রতিনিধি ও প্রেসক্লাব দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রিন্স, পাঠাগার সম্পাদক ও দৈনিক অন্যদিগন্ত পত্রিকার প্রতিনিধি সঞ্জয় সাহা, প্রেসক্লাব সদস্য ও দৈনিক খবর পত্রর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, গাইবান্ধার মুখ এর ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মানবাধিকার কর্মী এ্যাড: এ,কেএম সালাহউদ্দিন কাশেম প্রমুখ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বক্তারা বলেন নিউজ টুয়েন্টি ফোর গাইবান্ধার নদ- নদী সহ বিভিন্ন সমস্যা তুলে ধরছেন। এবং চ্যানেলটির সাফল্যতা কামনা করেন।