শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ০৫:১০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক ॥
ভক্তকে বিয়ে করলেন বলিউড তারকা রাখি সাওয়ান্ত। বহুদিন থেকেই বিয়ে নিয়ে জল্পনা কল্পনা চলছিল বলিউড এই তারকার। অবশেষে নিজের বিয়ের খবর নিজেই ঘোষণা দিয়ে জানালেন। গত ২৮ জুলাই মুম্বাইয়ের আন্ধেরি প্রদেশের একটি পাঁচ তারা হোটেলে হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পাত্র তারই এক ভক্ত! যার নাম রিতেশ। তিনি যুক্তরাজ্যের একজন ব্যবসায়ী বলে জানিয়েছেন রাখি। নিজ ভক্তকে বিয়ে করার বিষয়ে এক বিবৃতিতে রাখি জানান যে, আমি আমার ভক্তকে বিয়ে করেছি, যে আমাকে সত্যি অনেক ভালবাসে। ভক্তকে বিয়ে করার কারণ জানিয়ে রাখি বলেন, ভক্তরা আমাকে প্রতিদিন নানা রকম ম্যাসেজ পাঠায়।
কিন্তু একদিন আমার অনেক মন খারাপ ছিলো। হঠাৎ একটি ম্যাসেজ আসলো যে, যেখানে আমার মন খারাপের কারণ জানতে চাওয়া হয়। এমন ম্যাসেজ দেখেতো আমি অবাক! ভক্তকে জিজ্ঞেস করলাম সে কীভাবে বিষয়টি জানতে পারলো! তখন সে জানালো, বহুদিন ধরে সে আমার ভক্ত, আমার অনুভূতিগুলো সে পড়তে পারে! সেদিনই বুঝেছিলাম, আমরা এক অন্যের।