শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ০৫:১৫ পূর্বাহ্ন
অন্যদিগন্ত ডেস্ক ।।
বিতর্কিত অঞ্চল কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে ভারতের ওপর চাপ প্রয়োগের চেষ্টার অংশ হিসেবে চীন সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরায়েশি।
সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার চীনা নেতাদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর।
বেইজিং রওনা হওয়ার আগে কোরায়েশি বলেন, নয়াদিল্লি তাদের কাশ্মীর অংশকে রাজ্য থেকে অঞ্চলে অবনমন করার সিদ্ধান্ত ও রাজ্যটির নিজস্ব সংবিধানের অধিকার বিলুপের পর সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে তিনি ইসলামাবাদের ‘বিশ্বস্ত বন্ধুকে’ অবহিত করবেন।
গত সোমবার এসব সিদ্ধান্ত নেওয়ার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অস্থিরতা রোধ করতে নজিরহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো অঞ্চল অবরুদ্ধ হয়ে আছে।
পাকিস্তান জানিয়েছে, কাশ্মীর বিষয়ে ভারতের নেওয়া সিদ্ধান্তকে আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে যাওয়ার প্রস্তাব বিবেচনা করছে তারা।