সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:২৬ পূর্বাহ্ন
মাহমুদ আল আজাদ হাটহাজারী (প্রতিনিধি) চট্টগ্রাম ॥
চট্টগ্রামের হাটহাজারীতে ১শত পিস ইয়াবাসহ মোঃ দেলোয়ার (২৫) নামের এক বিক্রেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নন্দীরহাট এলাকা থেকে তাকে আটক করে। আটক কৃত ব্যক্তি নন্দীরহাট গোল মোহাম্মাদ তালুকদারের বাড়ীর মৃত ইদ্রিস মিয়ার পুত্র। তার বিরোদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু করেন।( যারনং ৪১)।
অভিযান পরিচালনাকারী থানার পুলিশ উপ-পরিদর্শক আসুদুজ্জামান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই নুরুজ্জামান সহশুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নন্দীরহাট এলাকাতে ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করি।এসময় তার শরীর তল্লাশীকরে ১শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মডেল থানার ওসি মাসুদ আলম আটকের সত্যতা স্বীকার করে বলেন, মাদক বিরোধী অভিযানে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে মাদক আইনে মামলা হয়। শনিবার দুপুরে আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরনকরা হয়েছে।